নদীতে স্নান করতে গিয়ে মৃত তিন নাবালকের পরিবারের সাথে দেখা করে সরকারি সাহায্য তুলে দিলেন রাজ্যের মন্ত্রী সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। মালদার রতুয়া ২ নং ব্লকের অন্তর্গত মাগুরা এলাকায় গিয়ে পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।
এদিন উপস্থিত রয়েছেন রাজ্য সরকারের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক নীতিন সিংহানিয়া, বিধায়ক আব্দুর রহিম বক্সী, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ, রতুয়া দুই ব্লক বিডিও শেখর শেরপা, পুখুরিয়া থানার ওসি বাপন দাস সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তিনটি পরিবারের হাতে দু লক্ষ টাকা করে সরকারি সহযোগিতার চেক তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, গত রবিবার মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকে মাগুরা এলাকা। মহানন্দা নদীতে বন্ধুদের সাথে স্নানে নেমে তিন নাবালক তলিয়ে যায়। পরে তাদের মৃতদেহ উদ্ধার করে গ্রামবাসীরা। মৃত নাবালকরা হলেন, বিশ্বজিৎ চৌধুরীর, আদিত্য চৌধুরী ও সত্যজিৎ চৌধুরী। ১২ থেকে ১৩ বছর বয়সী এই তিন নাবালকের মৃত্যুর ঘটনায় গোটা গ্রাম শোকস্তব্ধ রয়েছে।